360 Degree Digital Marketing: A Guide by wheelhouse

এই মুহূর্তে, বর্তমান বিশ্ব বানিজ্যে 360 Degree Digital Marketing পদ্ধতিটাই সবচাইতে কার্যকরী এবং ফলপ্রসূ, ফলে বিষয়টা আলোচনার শীর্ষে। কিন্তু আসলেই পদ্ধতিটা কেমন বা কী?

অল্প কথায়ে বলতে গেলে, 360 Degree Digital Marketing পদ্ধতি বা কায়দা মানে ক্রেতার পক্ষে প্রয়োজনীয় পন্যটা খুজে বের করা থেকে শুরু করে তা তার হাতে পৌছানো অবধি প্রতিটা ধাপ ছুয়ে ছুয়ে ব্যাপক কর্ম ব্যবস্থা, সবটুকু কাজের নির্যাস নিয়ে বিস্তর আলাপের সংক্ষেপায়িত আলোচনা।

wheelhouse advisors সম্প্রতি ব্যপারটা বোঝানোর জন্য একটা তথ্যভিত্তিক গ্রাফিক্স প্রকাশ করে  তা বেশ সহজবোধ্য করে দিয়েছে, আমি তারই একটা বাংলা সংস্করণ দেওয়ার চেষ্টা করছি। তাতে অপনার অনলাইন ব্যবসায়ে কিছুটা উন্নতি দেখা দেবে আশা করি। এই পন্থার মধ্যে আছে:

SEO / How To Build Your SEO In 2016

PPC

•Customer Communications

•Website

•Content

•Social

•Inbound Lead Nurturing

•Outbound Email